ইং ১৩/১১/২০১৯ তারিখ পাঁচবিবি থানার এসআই মোঃ শামিদুল্যাহ সরকার মোহাম্মদপুর ইউপির সড়কপাড়া বটতলী হইতে ৭০ বোতল ফেন্সিডিলসহ ১। মোঃ ফরিদ মন্ডল (৩২) পিতা-মোঃ আজিজার মন্ডল, সাং-বড় পাকুরিয়া (মোহাম্মদপুর), ২। মোঃ মামুন চৌধুরী (৩৩) পিতা-মৃত বকুল চৌধুরী, সাং-মোহাম্মদপুর (তেলিপুকুর) উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে আটক করেন।