নাটোর জেলার লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই মোঃ খাইরুজ্জামান, এসআই মোহাম্মদ ফজলুল হক, এসআই এস,এম, জামাল উদ্দিন, এএসআই মোঃ আকবর আলী, এএসআই মোঃ শাহিনুর রহমান লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালোনা কালে এসআই মোঃ খাইরুজ্জান গোপন সূত্রে জানতে পারেন যে, একজন ব্যক্তি আধুনিক পদ্ধতীতে ০৪(চার) টি নীল রংয়ের ক্যারেটের উপরে পেয়ারা এবং তার নিচে ফেন্সিডিল নিয়ে লালপুর থানাধীন লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটস্থ আর-পি বাস কাউন্টারের সামনে বৈদ্যুতিক খুঁটির পাশে পাকা রাস্তার উপর অবস্থান করিতেছে। উক্ত সংবাদ দ্রুত লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজাকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করিয়া সংবাদের সত্যতা যাচাই এর জন্য সঙ্গীয় অফিসার সহ উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সু-কৌশলে আসামী ১। মোঃ রায়হান আলী (৩২), পিতা- মোঃআফতাব আলী ওরফে কালু মিয়া, সাং- গকুলপুর (হাজরাপাড়া), থানা- বাঘা, জেলা-রাজশাহীকে ২০০ (দুই শত) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করেন। থানায় এসে এসআই মোঃ খাইরুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। থানার সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, .... তার নামে রাজশাহীর চারঘাট থানায় আরো একটি মামলা রয়েছে যাহা চারঘাট থানার এফ আই আর নং-২০, তারিখ- ২৭ অক্টে, ২০১৫; জি আর নং-২২৫/১৫; সময়- ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।