নাটোর জেলার নাটোর থানা এলাকায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ০১ জন গ্রেফতার

কাজী জালাল উদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ,নাটোর থানা,নাটোর, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদুল ইসলাম,নাটোর থানা,নাটোর, এসআই/মোঃ শামসুজ্জোহা ও সঙ্গীয় অফিসার ফোর্স নাটোর থানা এলাকায় অভিযান ডিউটি করা কালে একাধিক মামলার পলাতক আসামী মোঃ নাজমুল শেখ বাপ্পি@হাড্ডি বাপ্পি(৩৫), পিতা-মোঃ কুদ্দুস শেখ, সাং-কান্দিভিটা, থানা ও জেলা-নাটোর কে একটি 9.M.M পিস্তল,গুলি ম্যাগাজনিসহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে নাটোর থানার মামলা নং-৪৯, তারিখ-১২/১১/২০১৯ খ্রিঃ ধারা-দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর 19-A রুজু অন্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage