নাটোর জেলার লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই মোঃ সেলিম হোসেন, এএসআই মোঃ মুক্তার হোসেন, এএসআই মোঃ মাসুদ রানা লালপুর থানাধীন টিটিয়া গ্রামস্থ আবেদ মোড় নামক স্থানে মাদক বিরোধীন অভিযান পরিচালনা করে ২০ (বিশ) পুড়িয়া শুকনা গাঁজা সহ আসামী ১. (85E7A) মোঃ রুবেল হোসেন (২৩), পিতা- মোঃ ইন্তাজ আলী স্থায়ী : গ্রাম- টিটিয়া (আবেদ মোড়) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। থানায় এসে এসআই মোঃ সেলিম হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যাহা লালপুর থানার মামলা নং-২২/৩৯১, তারিখ-১২/১১/১৯ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ১৯(ক)।