১২-১১-২০১৯ খ্রিঃ মঙ্গলবার জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পুরানাপৈল ইউপির শ্যামপুর গ্রাম হইতে ১৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ সুমন(৪৫), পিতা-মৃত কিয়ামুদ্দিন, গ্রাম-উচনা(সোনাতলা) এবং মোঃ রশিদ(৩৫), পিত- মোঃ তনছের আলী, গ্রাম- উচনা(দত্তপাড়া) উভয় থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট দ্বয়কে গ্রেফতার করেন জয়পুরহাট জেলা ডিবি পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।