বিস্ফোরক দ্রব্যও জিহাদী বই সহ শিবিরের ৭ কর্ম আটক

এসআই/ মোঃ আব্দুস সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১০/১১/১৯ তারিখ সকাল ১১.১৫ ঘটিকার সময় অত্র সদর মডেল থানাধীন বারঘরিয়া বিশ্বাসপাড়া গ্রামস্থ বারঘরিয়া ইউনিয়ন পরিষদের উত্তর পূর্ব পার্শ্বে মোঃ পুটু আলী প্রাবাসী (৫০), পিতা- মৃত লাল মোহন এর (মুক্তা ছাত্রাবাস) এক তলা বিল্ডিং এর গেট বরাবর পশ্চিম দুয়ারী রুমে হইতে সরকার বিরোধী গোপন বৈঠক ও বিভিন্ন নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে জীবন ও সম্পত্তির ক্ষতি সাধন ও ত্রাস সৃষ্টির লক্ষে গোপন বৈঠক করা অবস্থায় ১।  মোঃ মোজাহিদ হাসান (১৬), পিতা- মোঃ রবিউল ইসলাম, সাং- শালমারা লতিফপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর, ২। মোঃ জুয়েল (১৭), পিতা- মোঃ ময়নুল ইসলাম, ৩। মোঃ স্বাধীন হোসেন (১৭), পিতা- মোঃ মুকুল হোসেন সরকার, উভয়সাং- দেলোয়াবাড়ী, থানা- মান্দা, জেলা- নওগাঁ, ৪। মোঃ আল আমিন (১৭), পিতা- মোঃ নাসিম সরকার, সাং- ছোটবনগ্রাম,  থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী, ৫। মোঃ সৌমিক (১৯) পিতা- মোঃ সুমেল, সাং- মেডিকেল ঘোষপাড়া মোড়, থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী, ৬। মোঃ আবু বক্কর সিদ্দিকী (১৮), পিতা- মৃত নুর আলম, সাং- রানীগঞ্জ, থানা- দিনাজপুর সদর, জেলা- দিনাজপুর, ৭। মোঃ মাহমুদুল্লাহ (১৭), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- গোলাবাড়ী, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং  ১। গান পাউডার ৪০০ গ্রাম, ২। ০৮ টি জিহাদী বই উদ্ধার করা  হয়। মামলা রুজু হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage