২০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন আসামী গ্রেফতার

এসআই/  সমর চন্দ্র আচার্য সঙ্গীয় ফোসর্সহ  ইং ০৯/১১/১৯ তারিখ রাত্রি ২২.৩৫ ঘটিকার অত্র সদর মডেল থানাধীন বারঘরিয়া বিজিবি চেক পোষ্ট মোড়ের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে সময় ১. মোঃ শরিফুল ইসলাম শরিফ ( ৩০), পিতা- আনারুল, স্থায়ী : গ্রাম-  মহারাজপুর ভাগ্যবানপুর,ইউপি- মহারাজপুর, উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ  ২.মোঃ বারেক আলী (২২), পিতা- মোঃ মতিউর রহমান, স্থায়ী : গ্রাম-  মহারাজপুর শেখপাড়া, ইউপি- মহারাজপুর, উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ  ৩. মোঃ সাইফ আলী ( ২২), পিতা- মোঃ দুরুল শেখ, স্থায়ী : গ্রাম- মহারাজপুর শেখপাড়া, ইউপি- মহারাজপুর, উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ  ৪. মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা- মোঃ জাইদুল, স্থায়ী : গ্রাম-  মহারাজপুর ভাগ্যবানপুর, ইউপি- মহারাজপুর, উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ  ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ ধৃত করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage