পৃথক অভিযানে ৯০০ গ্রাম গাঁজা সহ ০১ জন নারী ও ০১ জন পুুরুষ গ্রেফতার, পাঁচবিবি থানা, জয়পুরহাট

  পাঁচবিবি থানার এসআই মোঃ তোফায়েল হাসান ১০/১১/২০১৯ তারিখ পাঁচবিবি থানাধীন বড় মানিক গ্রাম হইতে ৮০০ গ্রাম গাঁজা সহ পাঁচবিবি থানার মির্জাপুর গ্রামের আব্দুর রহিম মন্ডল এর মেয়ে মোছাঃ আকলিমা বেগম (গান্ধী) (৫০)'কে আটক করেন।

এবং এসআই মোঃ গোলাম মোস্তফা নন্দীগ্রাম বাজার ১০০ গ্রাম গাঁজা সহ মোঃ রানা মিয়া (২৮) পিতা-মোঃ শাহজাহান মিয়া, সাং-দক্ষিণ সোনাপাড়া, থানা:-পাঁচবিবি, জেলা:-জয়পুরহাটকে আটক করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage