বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) টি নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন (এ্যাম্পল)সহ আসামী গ্রেফতার

নারুলী পুলিশ ফাঁড়ি সাধারণ ডায়েরী নং-১৬৬ তাং-১০/১১/২০১৯ ইং মূলে নারুলী পুলিশ ফাঁড়ীতে কর্মরত এস,আই/মোঃ বেল্লাল হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান ডিউটি পরিচালানা করাকালে কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বগুড়া সদর থানাধীন বউ বাজারস্থ শারমীন ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি ভ্যাম্যমান ভাবে নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিষয়টি মামলার বাদী উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং-১০/১১/২০১৯ তারিখ ১০.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ধৃত আসামী দৌড়ে পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১. মোঃ রনি শেখ (২৯), পিতা- মোঃ আলেফ শেখ স্থায়ী : গ্রাম- নাটাইপাড়া উত্তর, উপজেলা/থানা-বগুড়া সদর, বগুড়াকে হাতেনাতে ধৃত করেন এবং উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত প্যান্টের বামপকেটে পলিথিনের ব্যাগে মোড়ানো ৪০টি নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন এ্যাম্পল যাহার মোট ওজন ৮০ এম এল, যাহার প্রতিটি বোতলের গায়ের কাগজের লেবেলে ইংরেজীতে BUPRENORPHINE INJECTION.IP 2ml ইত্যাদি লেখা আছে সহ উদ্ধার পূর্বক ইং ১০/১১/২০১৯ তারিখ ১০.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মুলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-৩০, তারিখ- ১০ নভে, ২০১৯; জি আর নং-১২০৪/২০১৯, তারিখ- ১০ নভে, ২০১৯; সময়- সময় ১১.৪৫ মিনিট ধারা- ৩৬(১) এর ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage