এএসআই/মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ০৭/১১/২০১৯ তারিখ রাত্রি ২১:১০ ঘটিকায় অত্র থানাধীন রহনপুর আম বাজারস্থ জনৈক মোঃ হাবিব (৩৫) এর পান সিগারেটের দোকানের সামনে ফাঁকা জায়গা হইতে আসামী-১. মোঃ দেলোয়ার হোসেন (৩৫), পিতা- মৃত মহসিন আলী, শশুর-মোঃ মিনু, সাং- চাঁইপাড়া পেচিপাড়া, পোষ্ট-মির্জাপুর থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ২. মোঃ মানিরুল ইসলাম (২২), পিতা- মোঃ নজরুল ইসলাম সাং- গোলাপ বাজার ধুমাপুকুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে ২৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন।