বিজ্ঞানভিত্তিক তদন্ত কার্যক্রমকে আরো বেগবান, গতিশীল এবং তদন্ত কার্যক্রমের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে ০৯-১১-২০১৯ খ্রিঃ শনিবার জয়পুরহাট জেলার মামলা তদন্তকারী কর্মকর্তাগণের উপস্থিতিতে জয়পুরহাট জেলা পুলিশ “প্রযুক্তি নির্ভর অপরাধ তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
ডিজিটাল ফরেনসিক ও ডিএনএ এর ব্যবহারে “প্রযুক্তি নির্ভর অপরাধ তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয়।
প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষন প্রদান করেন জনাব মোঃ শরিফ উদ্দিন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, পিবিআই, বগুড়া। জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জয়পুরহাট এবং জনাব মোঃ আব্দুস ছালাম, অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল), জয়পুরহাট।