জয়পুরহাটে সড়ক পরিবহন আইন, ২০১৮ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি কর্মশালা

অদ্য ০৯-১১-২০১৯ খ্রিঃ শনিবার সড়ক পরিবহন আইন, ২০১৮ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য নসিমন, করিমন ভড-ভডি শ্রমিক সমবায় সমিতি লিঃ, মালিক, শ্রমিকদের নিয়ে “সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর ১লা নভেম্বর-২০১৯ এর কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয় বলেন আইনের মাধ্যমে কাউকে হেনস্থা বা ছোট করার জন্য আইন প্রণয়ন করা হয় না। মানুষের কল্যাণের জন্য আইন প্রণয়ন করা হয়। জনস্বার্থে তা কার্যকর করা হয়। আইনটি যথাযথভাবে প্রয়োগ করলে সড়ক দুর্ঘটান অনেকাংশে কমে যাবে। সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলার জন্য সমাজের সর্বস্তরের প্রতি আহবান জানান।

জয়পুরহাট নসিমন, করিমন ভড-ভডি শ্রমিক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেওয়ান মোস্তাকুল ইসলাম(মোস্তাক), সভাপতি নসিমন, করিমন ভড-ভডি শ্রমিক সমবায় সমিতি লিঃ

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহরিয়ার খাঁন ট্রাফিক ইন্সপেক্টর জনাব মোঃ জামিরুল ইসলাম এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সদস্য সচিব জনাব নন্দলাল পার্শী।







সর্বশেষ সংবাদ
DIG Homepage