রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বাগমারা থানার সার্বিক সহায়তায় বাগমারা থানার জিডি নং- ১২০৯, তারিখ-২৭/১০/১৯ ইং মূলে এএসআই (নিঃ) মোঃ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ইং ০৯/১১/১৯ তারিখ হারানো (OPPO A37FW) মডেলের ০১ টি মোবাইল সেট উদ্ধার করিয়া রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে এবং অফিসার ইনচার্জ বাগমারা থানার মাধ্যমে বর্নিত মোবাইেলর প্রকৃত মালিক মোঃ মিন্টু রহমান(২৫), পিতা- মোঃ আঃ সালাম, সাং- ধামিন কামনগর, থানা- বাগমারা, জেলা- রাজশাহী কে প্রাপ্তী স্বীকার মূলে মোবাইল সেটিটি বুঝিয়ে দেন।