নাটোর জেলার লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার বিভিন্ন স্থানে W/A ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসআই মোঃ শাহ আলম লালপুর থানাধীন এয়ারপোর্ট মোড়ের মেসার্স রনি ট্রেডার্স এর গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. (8531W) মোঃ শাকিবুল আহসান ওরফে সুজন (৪৫), পিতা- মৃত আব্দুল মজিদ সরদার স্থায়ী : গ্রাম- শেরশাহ রোড (ঈশ্বরদী) , উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ২. (8539D) মোঃ শাহিন (৪২), পিতা- মৃত মাজহারুল ইসলাম স্থায়ী : গ্রাম- শেরশাহ রোড (ঈশ্বরদী) , উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনাদ্বয়কে হেরোইন সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন ও এসআই এস, এম, জামাল উদ্দিন লালপুর থানাধীন ধানািইদহপাড়া সাকিনস্থ জনৈক মোঃ ফজল, পিতা- মৃত সোলাইমান এর বাড়ীর উত্তর পাশ্র্বে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১. (856YL) শ্রী অখিল চন্দ্র দাস (২৮), পিতা- শ্রী নিরেন চন্দ্র দাস স্থায়ী : গ্রাম- ধানাইদহপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (856YX) মোঃ শিমুল সরকার (২৪), পিতা- মোঃ আরকানুল ইসলাম দুলাল স্থায়ী : গ্রাম- রাকসা, উপজেলা/থানা- লালপুর, নাটোরদ্বয়কে চোলাইমদ সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন এবং এসআই মোঃ খাইরুজ্জামান লালপুর থানাধীন চক হাঁসবাড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ জিয়া, পিতা- মোঃ ফজের এর বাড়ির ভিতর আঙ্গীনা হইতে আসামী ১. (853AN) মোঃ হারুন (৩৬), পিতা- মৃত ছাত্তার স্থায়ী : গ্রাম- বড়বারিয়া (বড়বড়িয়া পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোরকে ২০ পিচ ইয়াবা, ২. (8538L) মোছাঃ হেলেনা (৩৫), স্বামী/স্ত্রী- মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া স্থায়ী : গ্রাম- হাঁসবারিয়া (চক হাঁসবাড়িয়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোরকে ৩০ পিচ ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করেন এবং হাঁসবাড়িয়া কারিগরপাড়া গ্রামের জনৈক মোঃ খলিল, পিতা- মৃত তাছের এর আম বাগানের ভিতর উত্তর কোন হইতে আসামী ১. (853B4) মোঃ আফজাল ভান্ডারী (৫৫), পিতা- মোঃ আবেদ মিস্ত্রী স্থায়ী : গ্রাম- হাঁসবারিয়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (853B3) মোঃ নায়েব আলী (২৫), পিতা- মৃত সাজদার আলী স্থায়ী : গ্রাম- হাঁসবারিয়া (কারিগর পাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোরদ্বয়কে ইয়াবা ট্যাবলেট সেবনরত আবস্থায় গ্রেফতার করেন। এসআই মোঃ জাহাঙ্গীর আলম কর্তৃক ১ জন জিআর W/A আসামী গ্রেফতার।