গুরুদাসপুর থানা পুলিশের অভিযানে ০২ (দুই) জন ফেন্সিডিল ব্যবসায়ী আটক

পুলিশ সুপার নাটোর মহোদয়ের নির্দেশে ইং ০৫/১১/২০১৯ তারিখ গুরুদাসপুর থানা পুলিশের টিম অভিযান পরিচালনা করিয়া কাছিকাটা গ্রামীন ট্রাভেলস এর সামনে হইতে (১) মোঃ শিমুল হাসান ৥ সোহান (১৯) পিতা-মৃত দুলাল হোসেন, গ্রাম-দিঘীরচালা, থানা-জয়দেবপুর, (২) মোঃ আলিব হোসেন (২২) পিতা-মোঃ মনির হোসেন, সাং-পশ্চিম বিলাসপুর, থানা-গাজীপুর সদর উভয় জেলা-গাজীপুরদ্বয়ের নিকট হইতে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে চালান করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage