নওগাঁ সদর মডেল থানা কর্তৃক উদ্ধারকৃত মানসিক প্রতিবন্ধী শিশুকে তাহার পিতার জিম্মায় প্রদান

গত ইং ০৫/১১/১৯ তারিখ রাত্রী অনুমান ২১.০০ ঘটিকার সময় অত্র থানাধীন বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে একটি মানসিক প্রতিবন্ধী শিশুকে ঘোরাফেরা করা অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেলে থানায় সংবাদ প্রদান করে। থানা টহল টিম তাহাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । পরবর্তীতে থানার দায়িত্বপ্রাপ্ত শিশু বান্ধব কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ এর জিজ্ঞাসাবাদে তাহার নাম মোঃ আহসান হাবীব (১০) বলে জানায়। তাহার পিতার নাম মোঃ সেরেকল ইসলাম সাং-নওহাটা, এবং তাহার পিতা একজন ট্রাক চালক বলে জানায়। সে তাহার ছোট ভাই মোঃ হাসান এর নিকট বগুড়া হাতিবান্ধা এতিমখানায় যাচ্ছিল বলে জানায়। নওহাটা মাহাদেবপুর এলাকায় খোঁজখবর নিয়া সেখানে তাহার কোন ঠিকানা না পাওয়ায় পরবর্তীতে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এবং গাবতলী থানাধীন হাতিবান্ধা এতিমখানায় যোগাযোগ করা হয়। গাবতলী হাতিবান্ধা এতিমখানা কর্তৃপক্ষ তাহার পিতার সহিত মোবাইল ফোনে যোগাযোগ করিলে তাহার পিতা মোঃ সেরেকল ইসলাম দখল সাং-চন্ডিক্ষেত্র, থানা ও জেলা-নওগাঁ থানায় হাজির হয়ে উদ্ধারকৃত শিশু মোঃ আহসান হাবীবকে তাহার ছেলে বলে সনাক্ত করেন। তিনি তাহার ছেলে একজন মানসিক প্রতিবন্ধী বলে জানান এবং গত ০৫/১১/১৯ তারিখ সন্ধ্যার দিকে সকলের অগোচরে বাড়ী থেকে বের হয়ে যায় মর্মে জানান। নওগাঁ সদর মডেল থানা কর্তৃক তাহার ছেলে মোঃ আহসান হাবীবকে উদ্ধারপূর্বক দ্রুততম সময়ের মধ্যে তাহার জিম্মায় শিশুটিকে প্রদান করায় অফিসার ইনচার্জসহ সকল পুলিশ সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।







সর্বশেষ সংবাদ
DIG Homepage