নাটোর জেলার লালপুর থানায় পুলিশ কর্তৃক ৪ জন মাদক ব্যবসায়ী ও ১ জন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

নাটোর জেলার লালপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে লালপুর থানার বিভিন্ন স্থানে এসআই মোঃ খাইরুজ্জামান, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই মোঃ নজরুল ইসলাম, এএসআই মোঃ আকবর আলী, এএসআই মোঃ নাজমুল হোসেন, এএসআই সৈয়দ করম আলী মিলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে লালপুর থানাধীন নাওপাড়া গ্রামস্থ নওশারা সুলতানপুর হইতে এসআই মোঃ খাইরুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ  আসামী ১. (855DY) মোঃ টুটুল (৩৫), পিতা- মৃত মাজেদ ফরাজী স্থায়ী : গ্রাম- আশরাফপুর , উপজেলা/থানা- বাঘা, রাজশাহী, বাংলাদেশ ২. (855DR) মোঃ আলমগীর হোসেন (৩২), পিতা- মোঃ জমসেদ প্রাং ওরফে আবের প্রাং স্থায়ী : গ্রাম- নাওসারা সুলতানপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল, এবং লালপুর থানাধীন মোহরকয়া কয়লার ডহর গ্রামস্থ জনৈক মোঃ আহসান সরদার (৬০), পিতা- মৃত নাদরে সরদার এর বসত বাড়ীর পূর্বে মোহরকয়া কয়লার ডহর টু মোহরকয়া হাট গামী পাকা রাস্তার উপর হইতে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আসামী ২. (859GY) মোঃ কিরন আলী (২৮), পিতা- মোঃ মোশারফ হোসেন স্থায়ী : গ্রাম- ভূইয়াপাড়া (রহমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ০১ (এক) গ্রাম হেরোইন এবং এসআই মোঃ নজরুল ইসলাম লালপুর থানাধীন ওয়ালিয়া গ্রামস্থ ওয়ালিয়া বাজারে জনৈক মোঃ আজিজল হক (৪২), পিতা- মৃত মধু প্রামানিক এর চায়ের দোকানের সামনে বনপাড়া টু গোপালপুর গামী পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে  হইতে আসামী ৩. (859JW) মোঃ পলাশ সরকার (৩৭), পিতা- মৃত আলাল উদ্দিন ওরফে নাটু সরকার স্থায়ী : গ্রাম- ওয়ালিয়া (পালপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোরকে চোলাইমদ সেবনরত অবস্থায় হাতে নাতে ধৃত করেন। এই সংক্রান্তে লালপুর থানায় ৩টি পৃথক পৃথক ভাবে মামলা রুজু করা হয়।  এএসআই মোঃ মাসুদ রানা কর্তৃৃক  ১ বছরের সিআর সাজা ও ৩৭,০০০০/- টাকা   জরিমানা প্রাপ্ত আসামী গ্রেফতার।







সর্বশেষ সংবাদ
DIG Homepage