নাটোর জেলার লালপুর থানার পুলিশ কর্তৃক ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর জেলার লালপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আকবর আলীর নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ শহিদুল ইসলাম লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ গ্রাম হেরোইন সহ আসামী ১. (852TG) শ্রী উজ্জল চন্দ্র প্রামানিক (২৮), পিতা- শ্রী গৌরাঙ্গ চন্দ্র প্রামানিক স্থায়ী : গ্রাম- হাশেমপুর (হাসিমপুর) , উপজেলা/থানা- লালপুরকে  লালপুর থানাধীন লক্ষনবাড়ীয়া সাকিনস্থ চৌমোহনী বাজারে ধৃত আসামীর মুদি দোকনের মধ্যে হতে ইং ০৫/১১/১৯ তারিখ  ১৯.৩০ ঘটিকার সময় হাতে নাতে গ্রেফতার করেন এবং এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ আসামী ১. (852TX) মোঃ মহির শেখ (৩৩), পিতা- মোঃ আলাউদ্দিন শেখ স্থায়ী : গ্রাম- বুধপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে  লালপুর থানাধীন বুধপাড়া কালী মন্দিরের উত্তর পাশে জনৈক মোঃ ফয়সাল (২৫), পিতা- মৃত তজিম উদ্দিন এর আম বাগানের ভিতর হইতে একই তারিখ ২১.০০ ঘটিকার সময় গাঁজা সেবনরত আবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় পৃথক ভাবে দুইটি মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage