জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার এসআই মোঃ শামিদুল্যাহ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন অদ্য ইং ০৫/১১/২০১৯ তারিখ দুপুর ১১:৩০ ঘটিকায় ২৬০ পিস ইনজেকশন (এ্যাম্পল) সহ উত্তর গোপালপুর গ্রামের মোঃ হারুনুর রশিদ এর স্ত্রী মোছাঃ শিল্পি বেগম (২৬)' কে গ্র্রেফতার করেন।
ঐ একই তারিখ বিকাল ৫:০০ ঘটিকা দিকে এসআই আহম্মদ আলী সরদার পাঁচবিবি পৌরসভাস্থ দুধ বাজার নামক স্থান হইতে ০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ পাঁচবিবি শালপাড়া বাজারের মোঃ ইন্তেজার রহমান এর ছেলে মোঃ আঃ মান্নান @ জুয়েল (৪০)'কে গ্রেফতার করেন।