এ্যাম্পল ও ইয়াবা সহ ০১ জন নারী এবং ০১ পুরুষ আসামী গ্রেফতার, পাঁচবিবি থানা, জয়পুরহাট।

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার এসআই মোঃ শামিদুল্যাহ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন অদ্য ইং ০৫/১১/২০১৯ তারিখ দুপুর ১১:৩০ ঘটিকায় ২৬০ পিস ইনজেকশন (এ্যাম্পল) সহ উত্তর গোপালপুর গ্রামের মোঃ হারুনুর রশিদ এর স্ত্রী মোছাঃ শিল্পি বেগম (২৬)' কে গ্র্রেফতার করেন।

ঐ একই তারিখ বিকাল ৫:০০ ঘটিকা দিকে এসআই আহম্মদ আলী সরদার পাঁচবিবি পৌরসভাস্থ দুধ বাজার নামক স্থান হইতে ০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ পাঁচবিবি শালপাড়া বাজারের মোঃ ইন্তেজার রহমান এর ছেলে  মোঃ আঃ মান্নান @ জুয়েল (৪০)'কে গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage