লালপুর থানা পুলিশ কর্তৃক ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশ ক্রমে এসআই এস,এম, জামাল উদ্দিন, এএসআই মোঃ আকবর আলী লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার বিরোপাড়া গ্রাম হইতে ১৫ (পনের) পিচ ইয়াবা সহ আসামী ১. (89QRC) মোঃ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৩২), পিতা- মোঃ মজিবর রহমান স্থায়ী : গ্রাম- বিরোপাড়া, উপজেলা/থানা- লালপুর এবং র‌্যাব-৫ রাজশাহীয় কর্মরত এসআই মোঃ এনামুল হক লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলায় অবস্থিত মেসার্স রজব আলী এর সম্মুখে পাকা রাস্তার ‍উপর  হইতে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ ১. (89TV3) মোঃ আলতাফ হোসাইন (৪০), পিতা- মোঃ হায়াত মন্ডল স্থায়ী : গ্রাম- মাজদিয়া (পুরাতন রেললাইন মাইজদিয়া) , উপজেলা/থানা- ঈশ্বরদীকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় এসআই এস, এম, জামাল উদ্দিন এবং এসআই মোঃ এনামুল হক বাদী হয়ে দুইটি পৃথক পৃথক মামলা রুজু করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage