বাগমারা থানাধীন যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় ইং ০৩/১১/১৯ তারিখ ০৬ জুয়ারুকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন।

উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্শেশনায় বাগমারা থানাধীন যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত মোঃ আঃ রহিম, এএসআই মোঃ সোলায়মান, এএসআই/৩০ মোঃ মামুনুর রশিদ, কং/৭৫৪ মোঃ রবিউল ইসলাম, কং/১০১৩ মোঃ আইয়ুব হোসেন, কং/১৩০০ মোঃ শরিফ হাসান, কং/৯৭৯ মোঃ জুয়েল রানা, কং/৪১৩ মোঃ নাইমুর রহমান, কং/১২১৯ শ্রী লিটন চন্দ্র, কং/৯৮৩ মোঃ মোস্তাফিজুর রহমান গন ইং ০৩/১১/১৯ তারিখ ২০.১৫ ঘটিকায় বাগমারা থানাধীন জনৈক মোঃ মোজাহার সরদার(৬৫), পিতা- মৃত লোকমান হাকিম, সাং- আলোকনগর, থানা- বাগমারা, জেলা- রাজশাহী এর আমবাগানের মধ্যে একটি টিনের তৈরী পরিত্যাক্ত ঘর হইতে ১। PLAYING CARDS DON সহ মোট ৯৫ (পঁচানব্বাই) টি তাস, ২। ১১X১০০= ১১০০ টাকা, ৩। ৩X৫০= ১৫০ টাকা, ৪। ৮X২০= ১৬০ টাকা, ৫। ১০X১০= ১০০ টাকা ৬। ১X৫= ৫ টাকা, ৭। শাহ সিমেন্ট লেখা সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তা ০১টি সহ আসামী ১। মোঃ  এনামুল হক(৪৫), পিতা- মৃত বয়েন উদ্দিন, ২। মোঃ ভুট্ট মিয়া(৩২), পিতা- মোঃ আজাহার আলী, ৩। মোঃ সেলিম রেজা(৩২), পিতা- মোঃ ফজলুর রহমান, সর্ব সাং- কালুপাড়া, ৪। মোঃ আঃ রাজ্জাক(৪৫), পিতা-মৃত বেঙ্গায় প্রাং, সাং- হামিরকুৎসা, ৫। মোঃ আহসান আলী(৪০), পিতা- মোঃ কাশেম মোল্লা, সাং- উদপাড়া, ৬। মোঃ ইদ্রিস আলী(৪০), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- আলোকনগর,  সর্ব থানা-বাগমারা, জেলা-রাজশাহীদের গ্রেফতার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে বাগমারা থানায় জুয়া আইনের মামলা রুজু হয় । আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage