পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বঙ্গবন্ধু সেতু এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়ের কঠোর নির্দেশনা।

পবিত্র ঈদ-উল-আযহা/২০১৯ উপলক্ষ্যে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম পার্শ্বসহ সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের গত ০৩/৮/২০১৯ খ্রিঃ তারিখে সিরাজগঞ্জ জেলাধীন হাটিকুমরুল এরিস্টোক্র্যাট রেস্টুরেন্টে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ঢাকা রেঞ্জ, ঢাকা, জনাব মোঃ নিশারুল আরিফ, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপরেশনস্), রাজশাহী রেঞ্জ, রাজশাহী, পুলিশ সুপার, সিরাজগঞ্জ ও নাটোরসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি মহোদয় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে যানজট নিরসনে রাস্তার ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে রাজশাহী রেঞ্জে ব্যাপক সংখ্যক ফোর্স মোতায়েন করা হবে মর্মে জানান। টাঙ্গাইল ও ঢাকার সাথে সমন্বয়পূর্বক নিজ নিজ এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা হয়েছে। সড়ক/মহাসড়কে কোরবানীর পশুবাহী গাড়ীসহ সকল গাড়ী যেন সার্বক্ষণিক নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য রেঞ্জাধীন সকল পুলিশ সুপারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। রাজশাহী রেঞ্জের কোন জায়গায় যেন চাঁদাবাজি না হয় এবং পশুবাহী গাড়ী রাস্তায় থামিয়ে যেখানে সেখানে পশু নামাতে না পারে সে ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সচেষ্ট আছেন। তদুপরি এতদবিষয়ে কোন ধরণের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 







সর্বশেষ সংবাদ
DIG Homepage