ডিআইজি রাজশাহী রেঞ্জের ওয়েব পোর্টাল উদ্বোধন করেন আইজিপি মহোদয়।

গত ৩১ জুলাই ২০১৯ খ্রি. বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি রাজশাহী রেঞ্জের ওয়েব পোর্টাল www.ডিআইজিরাজশাহীরেঞ্জ.বাংলা উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার)।


ডিআইজিরাজশাহীরেঞ্জ.বাংলা এর পাশাপাশি  www.digrajshahirange.gov.bd এবং www.rajshahirange.police.gov.bd ডোমেইন এন্টার করলেও পাওয়া যাবে ডিআইজি রাজশাহী রেঞ্জের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে রাজশাহী রেঞ্জের সকল এসপি অফিস, ইউনিট এবং থানার তথ্য পাওয়া যাবে। সাথে থাকছে রাজশাহী রেঞ্জের নিউজ পোর্টাল যেখানে রাজশাহী রেঞ্জের সকল খবর পাওয়া যাবে। 

সভায় বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীর প্রিন্সিপ্যাল মোহাম্মদ নাজিবুর রহমান, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, এন্টিটেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আবুল কাশেম, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ মহসিন হোসেন, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, টিএন্ডআইএম’র অতিরিক্ত আইজিপি মোঃ ইকবাল বাহার, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন, পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মোহাম্মদ মারুফ হাসান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ সহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ওয়েবসাইট নির্মাতা প্রতিষ্ঠান ডেস্কটপ আইটির ব্যবস্থাপনা পরিচালক জনাব খাজা খালেদ লিজার।







সর্বশেষ সংবাদ
DIG Homepage