বগুড়া সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আসামী সহ ধারালো অস্ত্র উদ্ধার

বগুড়া সদর থানার সাধারন ডায়রী নং-১২০ তাং ০২/১১/২০১৯ ইং মূলে এসআই/ শ্রী নিরঞ্জন রায় সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান ডিউটি পরিচালানা করাকালে কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ  খোকন বেপারী (৩৭) পিতা  মৃত মঞ্জিল বেপারী, ২। মোঃ বেলাল হোসেন (৪৫) পিতা মৃত জিল্লার হোসেন, ৩। মোঃ লিটন মিয়া (৪৫) পিতা মৃত সাধু@ গিরিশ সাধু সর্ব সাং-উত্তর চেলোপাড়া  থানা ও জেলা-বগুড়াগণ সহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন বগুড়া সদর থানাধীন বাঘোপাড়া গ্রামস্থ খোলাঘর বাজারের পার্শ্বে কয়েকজন লোক ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া শলাপরামর্শ করিতেছে। বাদী উক্ত সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া উপরোক্ত আসামীগণ দৌড়ে পালানোর চেষ্টা করিলে বাদী সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামীদেরকে নাতেনাতে ধৃত করেন এবং অজ্ঞাতনামা ১৪/১৫ জন আসামী দৌড়ে পালাইয়া যায়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদের দেহ তল্লাশী করিয়া তাহাদের হেফাজত হইতে উদ্ধারকৃত  ও জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত (১) ০৩টি ছোরা যাহার একটি কাঠের বাটসহ দৈর্ঘ্য  ১৪ইঞ্চি বাট ছাড়া ৮ইঞ্চি, একটি বাঁকানো ছোরা যাহার দৈর্ঘ্য কাঠের বাট সহ ১৪ইঞ্চি বাট ছাড়া  সাড়ে  ৮ ইঞ্চি, এবং  একটি সামান্য বাঁকানো ছোরা যাহার দৈর্ঘ্য কাঠের বাট সহ সাড়ে ১৩ইঞ্চি বাট ছাড়া  ৮ ইঞ্চি উদ্ধার পূর্বক ইং-০৩/১১/২০১৯ তারিখ ০৫.১০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। আসামী ও জব্দকৃত আলামত নিজ হেফাজতে গ্রহণ করেন। ধৃত আসামীদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে এবং উক্ত অস্ত্র ছোরা তাহাদের নিজেদের বলিয়া স্বীকার করে। ধৃত আসামীদেরকে পলাতক আসামীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা জানায় যে, তাহারাসহ পলাতক আসামীগন রোড ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হইয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করিতেছিল। উল্লেখিত ডাকাতদল পুর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র দ্বারা ভীতি প্রদর্শন করতঃ ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করিতেছিল।







সর্বশেষ সংবাদ
DIG Homepage