লালপুর থানা পুলিশ কর্তৃক ফেন্সিডিল ও শুকনা গাঁজা সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশ ক্রমে লালপুর থানার বিভিন্ন স্থানে অফিসার এসআই মোঃ সেলিম রেজা, এসআই মোঃ ইমরান হাসান, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ মুক্তার হোসেন, এএসআই সৈদয় করম আলী মাদক বিরোধী অভিযান পরিচালোনা করে লালপুর থানাধীন দক্ষিণ লালপুর হইতে ২৯ বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ দাউদ (৪৫), পিতা- মৃত ছানু মন্ডল, সাং- দক্ষিন লালপুর, জেলা- নাটোর এবং ১ কেজি ২০০ গ্রাম শুকনা গাঁজা সহ আসামী মোছাঃ শিল্পী বেগম (৩৮), স্বামী- মোঃ দাউদ, সাং- দক্ষিণ লালপুর, থানা- লালপুরদ্বয় কে হাতে নাতে গ্রেফতার করেন। থানায় এসে এসআই সেলিম ও এসআই মোঃ ইমরান হাসান বাদী হয়ে দুইটি পৃথক পৃথক মামলা দায়ের করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage