পাঁচবিবিতে পৃথক পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও চোরাই ভ্যান উদ্ধার

ইং ০১/১১/২০১৯ তারিখ পাঁচবিবি থানার এসআই মোঃ ফারুক হোসেন পাঁচবিবি রাধানগর হিন্দুপাড়া গ্রাম হইতে আসামী ১। মোছাঃ রিতা আক্তার @ ইতি (৪০) স্বামী-মোঃ স্বপন আলী, পিতা-মৃত ইদু মন্ডল, মাতা-মোছাঃ আফরোজা বেগম, সাং-চকদেব জনকল্যান স্কুল (৩নং ওয়ার্ড), থানা ও জেলা নওগাঁ এর নিকট হইতে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং

এসআই মোঃ ফারুক হোসেন পূর্বের চুরি মামলার অটো চার্জার ভ্যান উদ্ধার পূর্বক এজাহার নামীয় চোর মোঃ মতিয়ার রহমান (৫৫), পিতা- মোঃ আব্বাস আলী @ পাকশী স্থায়ী : গ্রাম- শেকটা, থানা- পাঁচবিবি, জয়পুরহাটকে গ্রেফতার করেন।

এছাড়াও ইং ০১/১১/২০১৯ তারিখ বিকাল অনুমান ৫:৩০ ঘটিকার সময় পাঁচবিবি থানার এসআই মোঃ গোলাম মোস্তফা বগুড়া জেলার মোঃ আশরাফুল হক (৬০) পিতা-মৃত বজলে হক, সাং-দক্ষিন গোদারপাড়াকে ১০৫ পিস ইয়াবা সহ পাঁচবিবি থানাধীন কোকতারা নামক স্থান হইতে আটক করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage