০৮টি ককলেট ও দেশীয় অস্ত্র সহ জামায়াত শিবিরের ০৫ জন গ্রেফতার

সদর মডেল থানাধীন শিবতলা বেলতলা মোড়স্থ বেলতলা জামে মসজিদের সামনে জনৈক মোস্তফা মেস-এ ইং ৩১/১০/১৯ তারিখ মানবতা বিরোধী অপরাধে অপরাধী জামায়াতের নায়েবে আমীর এ.টি.এম আজাহারুল ইসলাম এর মৃত্যু দন্ডাদেশ মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে বহাল রাখার প্রতিবাদে জামায়াত-শিবিরের প্রায় ৩০/৩৫ জন ব্যক্তি উল্লিখিত মেস-এ মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রায়কে নস্যাৎ করাসহ নাশকতামূলক কর্মকান্ড করার লক্ষ্যে সমবেত হয়ে গোপন ১. (2L34Y) শামীম রেজা (২৭), পিতা- সুলতান আলী স্থায়ী : সাং আদমপুর, , ডাকঘর- বড়গাছী, উপজেলা/থানা- ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ ২. (6TMFX) মোঃ শফিউল আলম (২৬), পিতা- মৃত সাইফুল আলম স্থায়ী : গ্রাম- ছত্রাজিতপুর, উপজেলা/থানা- শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ ৩. (89GWL) মো. সিয়াম আলী (১৯), পিতা- মোঃ আমানুল্লাহ স্থায়ী : গ্রাম- চরজোতপ্রতাপ (গুলবাগ), উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ ৪. (2BMGF) মোঃ আজিজুল হক (২৮), পিতা- মোঃ আইয়ুব {১১ নং ওয়ার্ড শিবির সভাপতি} স্থায়ী : গ্রাম- নামো শংকরবাটি (বড়িপাড়া) , উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ ৫. (4WYTW) মোঃ ওমর ফারুক (২৩) পিতা- মোঃ আনারুল হক স্থায়ী : গ্রাম- মহারাজপুর (মুন্সি মন্ডল টোলা) , {১২নং পৌর ওয়ার্ড জামায়াত সভাপতি} উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ দেরকে গ্রেফতার করা হয়। সদর থানায় মামলা রুজু করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage