বগুড়া সদর থানা এলাকায় নাশকতাকারীর প্রধান আসামী গ্রেফতার।

উপশহর পুলিশ ফাঁড়ীর জিডি নং-৩৩১ তারিখ ৩১/১০/২০১৯ ইয় মূলে উপশহর পুলিশ ফাঁড়ীতে কর্মরত এস,আই/মোঃ আব্দুল গফুর, সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান ডিউটি পরিচালানা করাকালে কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে গ্রেফতারকৃত আসামী আসামী ১। মোঃ সেলিম রেজা(৪৬), পিতা- মৃত আজিজুর রহমান, সাং-মালতিনগর মাটির মসজিদ, বর্তমান সাং-৮বি গুলমহল ভবন, জলেশ্বরীতলা, থানা ও জেলা-বগুড়া সহ পলাতক আসামী ২। মো: হালিম বেগ(৪২), পিতা-আব্দুর রহমান, সাং-সুলতানগঞ্জপাড়া(গোয়ালগাড়ী), থানা ও জেলা-বগুড়া, ৩। ডাঃ আবু বক্কর সিদ্দিক(৪৫), পিতা-অজ্ঞাত, সাং-শিববাটী কটন মিলের পশ্চিম পার্শ্বে, থানা ও জেলা-বগুড়া, ৪। মোঃ জাকারিয়া(৩৮), মোবাইলের দোকান টিএমএস এস মহিলা মার্কেট, ৫। মোঃ হারুনুর রশিদ(৪০), পিতা-অজ্ঞাত, সাং-আটাপাড়া সুবিল মসজিদের পার্শ্বে পশ্চিম দিকে ক্যাডেট মাদ্রাসা, থানা  ও জেলা-বগুড়া, ৬। মোঃ শাহিন মিয়া(৩২), শিক্ষানোবিশ এ্যাডভোকেট, সাং-কূপতলা, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া, ৭। মোঃ শাহিন আলম(৩৬), শিবিরের সাংগঠনিক সম্পাদক, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা ও  জেলা-অজ্ঞাত, ৮। মোঃ জাকির হোসেন(৪৫)(৬ নং ওয়ার্ডের সভাপতি), পিতা-অজ্ঞাত, সাং-উত্তর চেলোপাড়া, ৯। আমিরুজ্জামান পিন্টু(৩৮), পিতা-মৃত আবু জাফর, সাং-মালগ্রাম খন্দকারপাড়া, ১০। মোঃ টগর(২৬), পিতা-আবুল মান্নান, সাং-ছিলিমপুর উত্তরপাড়া, ১১। মোঃ আব্দুস সালাম তুহিন(৪৫), ৭নং ওয়ার্ড আমির, পিতা-অজ্ঞাত,  সাং-ঠনঠনিয়া হাজীপাড়া, সর্ব থানা  ও জেলা বগুড়া সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন আসামী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায়ের বিরুদ্ধে আসামীরা নাশকতা ঘটানোর উদ্দেশ্যে রাস্ট্রীয় সম্পত্তি ধ্বংস এবং সরকারকে উৎখাতের লক্ষ্যে জামিয়া আরাবিয়া শামছুল উলুম কওমী মাদ্রাসার সামনে রাস্তার পার্শ্বে গোপন বৈঠক করিতেছিল। উক্ত বৈঠকের সংবাদ পাইয়া বাদী সঙ্গীয় অফিসার ফোর্স লইয়া বগুড়া সদর থানাধীন বগুড়া শান্তাহার রোডের কারবালাস্থ উক্ত মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর পৌছিলে উপরোক্ত আসামীরা পুলিশকে দেখিয়া ছত্রভঙ্গ হইয়া দৌড়াইয়া পালাইয়া যায়। উল্লেখিত গ্রেফতাকৃত আসামী সহ  পলাতক ও অজ্ঞাতনামা আসামীরা সবাই জামায়াত ইসলামের সক্রিয়া সদস্য বলিয়া জানা যায়।  এই সংক্রান্তে বগুড়া সদর থানার মামলা নং-০৩ তাং০১/১১/২০১৯ ইং ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) (৩)/২৫-(ডি) রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage