আক্কেলপুর থানাধীন চিয়ারি গ্রামে মাদ্রাসা মাঠে ইসলামী জলসা চলাকালীন সময়ে পাশে সোরহাব হোসেনের বাড়িতে রাখা আগত অতিথিদের অনেকগুলো মোটরসাইকেলের মধ্য হতে অ্যাপাচি আরটিআর ও ডিসকভার 125 মোটরসাইকেল 2 টি তারিখ 30/10/ 2019 ইং রাত্রি অনুমান 8.30 ঘটিকা হইতে 09.30 ঘটিকার মধ্যে যেকোনো সময় চুরি হয়।তখন বিষয়টি অফিসার ইনচার্জ আক্কেলপুর থানা আবু ওবায়েদ কে জানানো হলে পুলিশ পরিদর্শক তদন্ত সহ অন্যান্য অফিসার ও জনগণের সহযোগিতায় সন্দেহভাজন আসামি মামুনকে ধৃত করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে সহ আসামি পিয়াসা (27)রাশেদ( 26)সোহেল (22 )মিলে দুইটি গাড়ি চুরি করিয়াছে। গ্রেফতারকৃত মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মামুন এর বাড়ী হইতে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তার বাড়িতে অবস্থানরত অন্যান্য আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান করে আসামি পিয়াস এর বাড়ি হতে discover-125 উদ্ধার করা হয়। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।