৪০ বোতল ফেন্সিডিল সহ ০২ জন আসামী গ্রেফতার

ইং ২৯/১০/১৯ তারিখ ভোলাহাট থানার জিডি নং ১০৯১, তারিখ- ২৯/১০/১৯ খ্রি. মূলে এএসআই/মোঃ গোলাম ইয়াছিন সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/মো: খালেকুজ্জামান, এএসআই /মো: জাহিদুল ইসলাম, কং/৫২৫ মোঃ মনিরুল ইসলাম, কং/৪৭৪ মো: রুবেল মাহমুদ সকলেই ভোলাহাট থানা, জেলা চাঁপাইনবাবগঞ্জ অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ইং ২৯/১০/১৯ তারিখ বিকাল ১৫.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া ভোলাহাট থানাধীন বিলভাতিয়া মৌজাস্থ সোনাজন ব্রীজের উপর দিয়ে ১। মোঃ রফিকুল ইসলাম @ পিয়ার (৩৩), পিতা- মৃত আনসার আলী, সাং ঝাউবোনা, ২। মোঃ সালাউদ্দিন (৩২), পিতা-  হাফিজুল, সাং রাধানগর, উভয় থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয় শিবগঞ্জ থানাধীন সোনামসজিদ হতে একটি অটো যোগে যাত্রীবেশে দুটি ব্যাগে করে ফেন্সিডিল নিয়ে ভোলাহাটের দিকে আসছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার-ইন-চার্জ ভোলাহাট থানা সাহেবকে অবহিত করিয়া উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য ইং ২৯/১০/১৯ খ্রিঃ তারিখ বিকাল ১৫.২৫ ঘটিকার সময় আমি সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইং ২৯/১০/১৯ তারিখ বিকাল ১৫.৪৫ ঘটিকার সময় সোর্সের দেওয়া প্রাপ্ত তথ্যের সাথে মিল পাইয়া একটি যাত্রাবাহী অটোরিক্সা থামানোর সংকেত দেই, অটোচালক তার অটোগাড়িটি থামানোর পর বর্নিত দুইজন ব্যক্তিকে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বর্ণিত আসামীদের হেফাজত হতে   ৪০ (চল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল মূল্য অণুমান ২৪,০০০/- টাকা উদ্ধার করেন। এ সংক্রান্তে এএসআই/মো: গোলাম ইয়াছিন বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৩, তারিখ- ২৯/১০/১৯, ধারা- ১৯৭৪ সালের Special Power Act, 25 B (1)(b), অত্র মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই/মো: খালেকুজ্জামান।







সর্বশেষ সংবাদ
DIG Homepage