নাটোর জেলার সেপ্টেম্বর/২০১৯ মাসের কল্যাণ সভা

জনাব লিটন কুমার সাহা, পিপিএম-বার, পুলিশ সুপার নাটোর মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশ, নাটোর এর আয়োজনে অদ্য ৩০/১০/২০১৯ ইং তারিখে পুলিশ লাইন্স ড্রিল সেডে সেপ্টেম্বর/২০১৯ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয় ।  উক্ত কল্যাণ সভায় নাটোর জেলায় কর্মরত কং/৬৯৪ মোঃ জয়নাল আবেদীন, লাইন ও আর, পুলিশ লাইন্স, নাটোরকে পিআরএল গমন (চাকরি সমাপনান্তে) ফুলের শুভেচ্ছা, প্রীতি উপহার ও ক্রেস্ট তুলে দেন নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় । 







সর্বশেষ সংবাদ
DIG Homepage