লালপুর থানা পুলিশ কর্তৃক ০৫ জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশে এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর গ্রামস্থ আসামী মোঃ আবুল হোসেন এর বসত বাড়ীর পশ্চিম দুয়ারী শয়ন ঘরের মধ্যে হইতে মাদক সেবনরত আবস্থায় আসামী  ১. (89B8A) মোঃ আবুল হোসেন (৪৫), পিতা- মৃত গেদা,  ২. (89B8M) মোঃ রুবেল (২৫), পিতা- মোঃ ইনতাজ মোল্লা, ৩. (89BCS) মোঃ রফিকুল (২২), পিতা- শফি সরদার স্থায়ী :সর্বসাং- বালিতিতা ইসলামপুর, ৪. (89BCD) মোঃ হামিদুল (৫২), পিতা- মৃত আজাহার আলী, ৫. (89BCF) মোঃ মিন্টু (৩২), পিতা- মৃত কেয়ামত স্থায়ী : উভয়সাং- উত্তর লালপুর, সর্বথানা- লালপুর, নাটোরগণকে হাতে নাতে গ্রেফতার করেন। থানায় এসে এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। যাহা লালপুর থানার মামলা নং-৪২/৩৬৩, তারিখ-২৮/১০/১৯ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩১ (১)  সরনীর ২১ ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage