অদ্য ইং ২৮/১০/১৯ তারিখ ভোলাহাট থানার জিডি নং ১০৭৭, তারিখ- ২৭/১০/১৯ খ্রি. মূলে এএসআই/মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/রাজু আহমেদ কং/৫২৫ মোঃ মনিরুল ইসলাম, কং/৪৯৬ মাসুদ রানা সকলেই ভোলাহাট থানা, জেলা চাঁপাইনবাবগঞ্জ অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা ও কালীপূজা উপলক্ষ্যে আইন শৃংখলা ডিউটি করাকালে ইং ২৮/১০/১৯ তারিখ ভোর-০৫.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া ভোলাহাট থানাধীন ছোট জামবাড়ীয়া গ্রামস্থ লুৎফর @ লুথুর মোড়ে আনজার আলী রঞ্জু এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর আসামী-১। মোঃ আমির ফয়সাল @ উৎস (২৩), পিতা মোঃ আজমুল হক, মাতা- মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন, সাং-কানসাট কলাবাড়ি ২। মোঃ সাব্বির হোসেন সাদিদ (২০) পিতা- মোঃ তাজমুল হক, মাতা- মোসাঃ রোমিসা বেগম, ৩। মোঃ সোহেল রানা (২০) পিতা মোঃ কামরুজ্জামান বিশু, মাতা- মোসাঃ হাজেরা বিবি, উভসাং-বাটাগ্রাম সকলের থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদের হেফাজত হইতে উদ্ধারকৃত ১০০ (একশত) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল মূল্য অণুমান ৬০,০০০/- টাকা ও একটি রেজিষ্টেশন বিহীন লাল রংয়ের ফোরভি টিভিএস আরটিআর এ্যাপাচি ১৬০ সিসি মটর সাইকেল উদ্ধার করেন। এ সংক্রান্তে এএসআই/মো: মাহফুজুর রহমান বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১২, তারিখ- ২৮/১০/১৯, ধারা- ১৯৭৪ সালের Special Power Act, 25 B (1)(b), অত্র মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই/রাজু আহমেদ।