শিবগঞ্জ থানা চত্বরে চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ থানা চত্তরে অদ্য ২৮/১০/১৯ ইং তারিখে, চৌকিদারদের সাপ্তাহিক হাজিরা প্যারেডে, মাদক,বাল্য,বিবাহ, ফেসবুকে মিথ্যা গুজববিরোধী, আলোচনা করা হয়, এবং চৌকিদারদের আইন শৃঙ্খলা বিষয়ে ভাল কাজের বিনিময়ে পুরুস্কার দেওয়া হবে বলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান।







সর্বশেষ সংবাদ
DIG Homepage