চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ২৬/১০/১৯ তারিখ রাত্রি ২২.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া অত্র সদর মডেল থানাধীন দক্ষিন চরাগ্রাম মসজিদের পূর্ব পার্শ্বে জনৈক আমিনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১. মো. কামাল উদ্দীন @ কামাল (২৪), পিতা- মো. সাইফুল ইসলাম গ্রাম- সাগুয়ান (ঘুন্টি) , উপজেলা/থানা- গোদাগাড়ী, রাজশাহী, বাংলাদেশ বর্তমান : গ্রাম- আরামবাগ (জনৈক সাইফুল ইসলাম এর বাবু মেস এর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ ২. শ্রী মনোজ (২২), পিতা- শ্রী শুকুমার স্থায়ী : গ্রাম- শিবতলা (চাইপাড়া, ওয়ার্ড নং-১৩) , উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশদ্বয়কে গ্রেফতার করেন।