ভোলাহাট থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে/2019 সফলভাবে পালিত হয়েছে। জনাব মো: নাসির উদ্দীন মন্ডল, অফিসার ইনচার্জ সাহেবের সভাপতিত্ব এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ রাব্বুল হোসেন, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনাব মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস-চেয়ারম্যান, ভোলাহাট উপজেলাধীন ০৪টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানগণ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ ইং ২৬/১০/১৯ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।র্যালীটি ভোলাহাট উপজেলাধীন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। কমিউনিটি পুলিশিং ডে/2019 সংক্রান্তে র্যালী শেষে ভোলাহাট উপজেলা পরিষদ হলরুমে কমিউনিটি পুলিশিং ডে/2019 সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় থানা এলাকায় মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ এবং কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন বক্তাগণ তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।গত ইং ১৯/১০/১৯ তারিখ জেলা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে/১৯ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়। আনুমানিক উপস্থিত লোকসংখ্যা ৩৩০/৩৫০ জন।