জয়পুরহাটে বর্ণাঢ্য র‌্যালী ও জমকালো সমাবেশের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাট জেলায় ২৬-১০-২০১৯খ্রিঃ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে ব্যান্ডপার্টি ও স্কুলে/কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশা জীবি মানুষের সমবেত হয়ে ডাঃ আবুল কাসেম ময়দান হতে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন্স শেষ হয়।

পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাডঃ সামছুল আলম দুদু, মাননীয় সংসদ সদস্য জয়পুরহাট-১।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম), পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়ের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম.এ রব হাওলাদার, জেলা ও দায়রা জজ, জনাব মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক, লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, অধিনায়ক ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, জনাব মেজবাহউল হক, বিজ্ঞ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ আরিফুর রহমান (রকেট), চেয়ারম্যান, জেলা পরিষদ, জয়পুরহাট জনাব এস এম সোলামান আলী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব মোঃ গোলাম হাক্কানী, আহবায়ক, কমিউনিটি পুলিশিং ফোরাম, জনাব মোঃ ইসমাইল হোসেন, উপ-পরিচালক, এনএসআই, জয়পুরহাট জনপ্রতিনিধি বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ স্কাউট এবং বিএনসিসি, সরকারী গ্রাজুয়েট এর প্রশিক্ষার্থী নার্স, নৃতাত্বিক জনগোষ্ঠি, সকল এনজিও কর্মী, সরকারী ও বে-সরকারী বিভাগের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশা জীবি মানুষ উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage