পাঁচবিবিতে পুলিশের র‌্যালী ও আলোচনা সভা

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমের আলোচনা সভায় যোগদেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীত মুন্না, উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ার, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, প্যানেল মেয়র নূর হোসেন, থানায় নবাগত অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রাইসুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার ফারুক হোসেন, উপ-পরিদর্শক আহম্মদ আলী, হাফিজুর রহমান, উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক মহির উদ্দিন মন্ডল, সদস্য সচিব দেওয়ান সিরাজুল ইসলাম, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নূরুজাম্মান চৌধুরী বিপ্লব, মোসাইদ আল-আমিন সাদ প্রমুখ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage