সিংড়ায় শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার

সিংড়া থানায় মামলা নং-16,তাং-14/06/2019 ইং, হেদায়েত হত্যার মামলার আসামী মোঃ ইছহাক আলী @ সুবোলকে ঢাকার যাত্রাবাড়ী আখড়া এলাকা হতে সিংড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে । গত জুন মাসের ১৪ তারিখে সিংড়া থানার শেরকোল ইউনিয়নের পুঠিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোঃ হেদায়েত আলী (১০) তার সৎ ভাই মোঃ ইছহাক আলী @ সুবোল এর হাতে খুন হন। পরিবারের লোকজন এবং এলাকাবাসীর কাছ থেকে জানা যায় যে, নিহত শিশুর পিতা আব্দুল কাদের প্রামানিক তার বসতবাড়ির জমি কনিষ্ঠ ছেলে মোঃ হেদায়েত আলী এর নামে হস্তান্তর করে দেয়ার জন্য মনস্থির করেন। এতে তার পিতা এর সাথে আসামি ইছাহাক আলী এর বিবাদের সূত্রপাত হয়। পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন সকাল অনুমান ৭ ঘটিকায় সময় আসামি তার সৎ ভাইকে ঘুমন্ত অবস্থায় শাবল দিয়ে কুপিয়ে আহত অবস্থায় পালিয়ে যায়। তখন এলাকাবাসীর সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিনই দুপুর অনুমান ১২ ঘটিকায় শিশু হেদায়েত আলী মৃত্যুবরণ করে। ঐদিন ভিকটিমের মা বুলী বেগম বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেন।আসমী গত তিন মাস যাবত রাজশাহীর চারঘাট এলাকা, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এবং যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ঘনঘন অবস্থান পরিবর্তন করাই আসামীকে গ্রেফতার করা সম্ভবহত না। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে আসামীর সাথে যোগাযোগ হয় এমন একজনকে আমরা সনাক্ত করি। তারপর তার মাধ্যমে আমরা জানতে পারি আসামি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ও শনিরআখড়া এলাকায় রিক্সা চালায়। তার তথ্য অনুযায়ী গত ২৪ তারিখে শনিরআখড়া এলাকার ছনটেক স্থানের এক গোডাউন ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর সিংড়া থানায় এনে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage