বরিশালের ভোলায় কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবী করিম (সাঃ) কে নিয়ে কুটোউক্তী মন্তব্য করায় এর প্রতিবাদে মুসলিম তৌহিদী জনতা সমাবেশের ডাক দেয়। সমাবেশে হাজার হাজার জনতা একত্রিত হয়ে তার প্রতিবাদ জানায় এসময় আয়োজক কমিটি প্রতিবাদী মুসলিম তৌহিদী জনতাকে শান্ত করতে ব্যর্থ হয় এক পর্যায়ে অনাকাংখিত ভাবে পুলিশের সঙ্গে দাঙ্গাং জড়িয়ে পরে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে ৪ জন নিহত হয় এবং অনেকেই গুরত্বর আহত হয়। এরকম ঘটনা যাতে আর ঘটতে না পারে সেজন্য পাঁচবিবি থানা পুলিশ জনসচেতনতামূলক মতবিনিময় করে।
বৃহস্পতিবার এশার নামাজের পর পাঁচবিবির কেন্দ্রীয় নূর জামে-মসজিদে আগত নামাজি মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার ফারুক হোসেন, উপ-পরিদর্শক আহম্মদ আলী, স্থানীয় কমিশনার আঃ হান্নান রনি, মসজিদের পেশ ইমামসহ নামাজি মুসল্লিবৃন্দ। সেকেন্ড অফিসার ফারুক হোসেন মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, এমন ঘটনা যদি ঘটেও থাকে তাহলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিবেন।