২৩/১০/২০১৯ তারিখ পাঁচবিবি থানার এসআই মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানাধীন কতোয়ালীবাগ হইতে ভুয়া পরিচয় দেওয়া মাদক ব্যবসায়ী এবং সেবনকারী মোঃ শাহীনুর আলম (৪১), পিতা- আলহাজ্ব বাবুল মিয়া স্থায়ী : গ্রাম- দর্শনা পাহাড়ী, থানা- তাজহাট, রংপুর এবং তাহার স্ত্রী মোছাঃ ফারহানা আক্তার @ ফেন্সিদ্বয়কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।