পুঠিয়ায় কিশোর গ্যাংয়ের মূলহোতা বৃত্ত গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় কিশোর অপরাধ চক্রের নারী সদস্যের পর গ্যাং প্রধান মাহফুজুর রহমান বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বানেশ্বর সরকারী কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত, মাহফুজুর রহমান (২৩) ওরুফে বৃত্ত উপজেলার পৌর এলাকার বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা আতাউর রহমানের ছেলে। পুলিশ সুপার, রাজশাহী জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও পুঠিয়া থানার এসআই সাজ্জাদ হোসেন পুঠিয়া থানায় গ্যাংকালচার অপরাধ সংক্রান্ত মামলার এজাহারভুক্ত ১নং আসামি বৃত্তভ এবং ঘটনার পর থেকে  সে পলাতক ছিলো। এর আগে গত ৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার বিষ্ণপুর মহল্লায় অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে তিন কিশোরকে আটক রেখে নির্যাতন করা ছাড়াও গ্যাং চক্রের এক নারী সদস্য দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে বিশ হাজার টাকা চাঁদা দাবী করেছিল একটি অপরাধ চক্র। তারা কৌশলে পালিয়ে এসে পরের দিন  মাহফুজুর রহমান বৃত্তকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করে। এই ঘটনায় মামলা হওয়ার চক্রটির একজন নারী সদস্যসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage