চোলাই মদ উদ্ধার ও আসামী গ্রেফতার

পুলিশ সুপার,নাটোর জনাব লিটন কুমার সাহা, পিপিএম-বার নাটোর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে বিশেষ অভিযান ঘোষনা করেছেন। উক্ত মাদক বিরোধী অভিযানে জনাব কাজী জালাল উদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ,নাটোর থানা,নাটোর এর নেতৃত্বে ইং ২১/১০/২০১৯ তারিখ ১৯.১০ ঘটিকার সময় এসআই/মোঃ তারিক বিন খালিদ সঙ্গীয় ফোর্সসহ সফল অভিযানে হালাসা এলাকা হইতে ০২ জন মাদক বিক্রেতাকে ০৬ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage