অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, লালপুর থানা এর নির্দেশে লালপুর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালোনা করে এসআই (নিঃ) মোঃ খাইরুজ্জাম, এসআই (নিঃ) মোহাম্মদ ফজলুল হক, এসআই (নিঃ) এস, এম, জামাল উদ্দিন, এসআই (নিঃ) মোঃ আজিজুল হক ৫৫ (পঞ্চান্ন) পিচ ইয়াবা সহ , ১. মোঃ ইমরান হোসেন (৩৫), পিতা- মোঃ আইয়ুব আলী স্থায়ী : গ্রাম- সাদীপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, ২. মোঃ জয় প্রাং (২২), পিতা- মোঃ জামিল হোসেন স্থায়ী : গ্রাম- পুরাতন ঈশ্বরদী (বাগানপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, ৩. মোছাঃ চম্পা বেগম (৩৭), স্বামী/স্ত্রী- মোঃ মিন্টু মন্ডল স্থায়ী : গ্রাম- পুরাতন ঈশ্বরদী (বাগানপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর,৪. মোঃ হাসিবুর রহমান ওরফে রিগ্যান (২৭), পিতা- মোঃ জুলফিকুর রহমান ওরফে জন্টু স্থায়ী : গ্রাম- জয়নগর (প্রামানিক পাড়া) , উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা ও আসামী ৫. মোঃ ওয়ারেশ আলী ওরফে ওয়াল্লেস (৪২), পিতা- মৃত মমিন মন্ডল স্থায়ী : গ্রাম- উত্তর লালপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোরকে ০৪ লিটার চোলাইমদ এবং আসামী ৬. মোঃ এনামুল হক (২৭), পিতা- মোঃ আইয়ুব আলী স্থায়ী : গ্রাম- সাদীপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোরকে হেরোইন সেবন করা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। থানায় এসে এসআই (নিঃ) মোঃ খাইরুজ্জাম, এসআই (নিঃ) মোহাম্মদ ফজলুল হক, এসআই (নিঃ) এস, এম, জামাল উদ্দিন, এসআই (নিঃ) মোঃ আজিজুল বাদী হয়ে ০৫ (পাঁচ) টি পৃথক পৃথক মামলা রুজু করেন।