সিংড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা কালে ইং-২০/১০/১৯ তারিখ ১১.৪০ ঘটিকার সময় এএসআই (নিঃ) /পবিত্র কুমার সংগীয় ফোর্সসহ নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া পৌরসভাস্থ চাঁদপুর ধৃত আসামীর বসত ঘরের ভিতর হইতে ০১কেজি শুকনো গাঁজা উদ্ধারপূর্বক ধৃত মহিলা আসামী মোছাঃ সাহিদা বেগম (৪৫), স্বামী- মো: মনোরুদ্দিন, সাং-চাঁদপুর, থানা-সিংড়া, জেলা-নাটোরকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে সিংড়া থানায় অভিযোগ দাখিল করিলে সিংড়া থানার মামলা নং-৩৬ তাং-২০/১০/১৯ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।