পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ সেলিম রেজা, ইনচার্জ, নিচাবাজার পুলিশ ফাঁড়ী,নাটোর থানা,নাটোর সঙ্গীয় ফোর্স কর্তৃক নাটোর থানা এলাকায় অভিযান পূর্বক রসুলের মোড় নামকস্থান হইতে ০৫ পুড়িয়া হেরোইন সহ মোঃ রিপন@মাসুম, পিতা-ওসমান আলী,সাং-মল্লিকহাটি, থানা ও জেলা-নাটোরকে গ্রেফতার পূর্বক মামলা রুজুঅন্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।