তানোর থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ০৩ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ০১ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ০৩জন আসামী গ্রেফতার।

মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায়, তানোর থানা পুলিশ কর্তৃক, তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া তানোর থানার মামলা নং-১৬, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২৫/১৬, তারিখ- ১৪/০৭/২০২৪ খ্রিঃ এর আসামী এর আসামী ১। মোঃ মাইনুল ইসলাম ৥ মানিক (২৬), পিতা- মোঃ আয়েন উদ্দিন, সাং- চাপড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীকে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ সেবন করায় গ্রেফতার, তানোর থানার মামলা নং-২৮, ধারা-৩৮০ পেনাল কোড, তারিখ-২৫/০৬/২০২৪ খ্রিঃ এর মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী ২. মোঃ তুষার হোসেন (৩০), পিতা- মোঃ হাসেম আলী, সাং- রায়তান বড়শো, থানা- তানোর, জেলা- রাজশাহী, ৩. মোঃ শামীম ইসলাম (৩৩), পিতা- মোঃ শফিকুল ইসলাম, গ্রাম- পশ্চিম রায়তান বড়শো, থানা- তানোর, জেলা- রাজশাহী, সিআর পরোয়ানাভুক্ত আসামী ৪। মোঃ আলমগীর মন্ডল (৪৫), পিতা- এরাজ উদ্দিন, গ্রাম- কৃষ্ণপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী এবং জিআর পরোয়ানাভুক্ত আসামী ৫। মোঃ বেলাল মোল্লা (২৬), পিতা-মোঃ আলতাব মোল্লা, গ্রাম- আমশো দক্ষিনপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী, ৬।  মোঃ আব্দুল আলিম, পিতা- আব্দুল কাদের @ পচা, গ্রাম- মথুরাপুর পশ্চিমপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী, ৭. মোঃ রাকিব, পিতা- মোঃ আক্তার মন্ডল, গ্রাম- আমশো মথুরাপুর, থানা- তানোর, জেলা- রাজশাহীগনসহ সর্বমোট= ০৭(সাত) জন আসামীকে গ্রেফতার পূর্বক ইং ১৪/০৭/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।







সর্বশেষ সংবাদ
DIG Homepage