সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল জনাব মোঃ আদনান মুস্তাফিজ এর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের জিলানী এর নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ১৩/০৭/২০২৪ খ্রিঃ রাত্রিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন ঝাঐল এলাকায় অস্ত্র-ডাকাতিসহ একাধিক মামলার আসামী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার একটি চৌকস টিম ঝাঐল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩/০৭/২০২৪ খ্রিঃ রাত্রি ০২:২০ ঘটিকার সময় আসামী ১. মোঃ রহমত আলী ওরফে রকমত (অস্ত্র-ডাকাতিসহ ১৯ টি মামলার আসামী), পিতা-মোঃ তোজাম্মেল হক, গ্রাম- বড় পাকুরীয়া, থানা- কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ ও ২. মোঃ মন্তাজ আলী (অস্ত্র ডাকাতি সহ ০৭ টি মামলার আসামী), পিতা-মৃত আঃ ছোবাহান, গ্রাম- জিধুরী, থানা- বেলকুচি, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে আটকপূর্বক আসামী মোঃ রহমত আলী ওরফে রকমত এর হেফাজত হতে ০১ (এক) টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ০১ (এক) টি তাজা রাবার কার্তুজ এবং আসামী মোঃ মন্তাজ আলী এর হেফাজত হতে ০৪ (চার) টি কাঠের হাতলযুক্ত হাসুয়া, ০১ (এক) টি স্টিলের তৈরি প্লাস্টিকের হাতলযুক্ত চাকু ও ০১টি তারকা আকৃতির বিশেষ অস্ত্র উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র: ১। ০১ (এক) টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ২। ০১ (এক) টি তাজা রাবার কার্তুজ ৩। ০৪ (চার) টি কাঠের হাতলযুক্ত হাসুয়া ৪। ০১ (এক) টি স্টিলের তৈরি প্লাস্টিকের হাতলযুক্ত চাকু ও ৫। ০১টি তারকা আকৃতির বিশেষ অস্ত্র। গ্রেফতারকৃত আসামী: ১। মোঃ রহমত আলী ওরফে রকমত (অস্ত্র-ডাকাতিসহ ১৯ টি মামলার আসামী), পিতা-মোঃ তোজাম্মেল হক, গ্রাম- বড় পাকুরীয়া, থানা- কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ ও ২। মোঃ মন্তাজ আলী (অস্ত্র ডাকাতি সহ ০৭ টি মামলার আসামী), পিতা-মৃত আঃ ছোবাহান, গ্রাম- জিধুরী, থানা- বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ। এ সংক্রান্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আলাদতে সোপদ্দ করা হয়েছে।