তানোর থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ০1 জন এবং পরোয়ানাভুক্ত ০1 জন আসামী গ্রেফতার।

মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায়, তানোর থানা পুলিশ কর্তৃক, তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া তানোর থানার মামলা নং-২৭, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১১(গ)/৩০, তারিখ- ২৪/০৬/২০২৪ খ্রিঃ এর আসামী ১। মোঃ জাকির হোসেন (৩১), পিতা- মৃত হুমায়ন কবির, সাং- ময়েনপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী জিআর পরোয়ানাভুক্ত আসামী ২। মোঃ আনোয়ার হোসেন, পিতা- মৃত শামসুল আলম, সাং- সিধাউড় ভাগনা, ভিপি- সরনজাই, থানা- তানোর, জেলা- রাজশাহীসহ সর্বমোট= ০২(দুই) জন আসামীকে গ্রেফতার পূর্বক ইং ২৫/০৬/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।







সর্বশেষ সংবাদ
DIG Homepage