তানোর থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ০৩ জন এবং পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার।

মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় তানোর থানা পুলিশ কর্তৃক  তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৭৫ (পঁচাত্তর) লিটার চোলাইমদ উদ্ধার পূর্বক নিয়িমত রুজুকৃত মামলার ০২ (দুই) জন আসামী, পূর্বের রুজুকৃত মামলায় ০১(এক)জন, সিআর পরোয়ানাভুক্ত ০১(এক)জন এবং ০৫ (পাঁচ) বছর সশ্রম কারাদন্ড, ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাস সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত ০১(এক)জন আসামীসহ সর্বমোট= ০৫(পাঁচ) জন আসামীকে গ্রেফতার পূর্বক ইং ১০/০৬/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।







সর্বশেষ সংবাদ
DIG Homepage